রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভবনটিতে আগুন লেগে যায়।
এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও দায়িত্বশীল কোনও সংস্থা বা ব্যক্তি এখনও হতাহতের খবর জানাতে পারেননি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, এখনও আহতদের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনী কাজ করছে।
ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে বলেও জানায় ফায়ার সার্ভিস।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস