বাংলাদেশ

"জলবায়ু রক্ষায় জীবাশ্ম জ্বালানি কমানো জরুরি: রিজওয়ানা হাসানের বার্তা"

জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং প্রকৃতি ও জনগণের অংশগ্রহণমূলক অভিযোজনই এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সাভারের ব্র্যাক সিডিএম-এ অনুষ্ঠিত ফ্রুগাল ইনোভেশন ফোরাম ২০২৫-এ মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘জীববৈচিত্র্যকে পণ্য হিসেবে ব্যবহার না করে আমাদের জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমানো উচিত। অভিযোজন পদক্ষেপ জরুরি হলেও তা বিশ্বব্যাপী কার্বন নির্গমন হ্রাসের বিকল্প নয়।’ তিনি বলেন, ‘প্রশ্ন হচ্ছে— আমরা কতটা অভিযোজন করতে পারি ধ্বংসের আগে?’ তিনি আরও বলেন, ‘প্রকৃতিভিত্তিক সমাধানের নামে কেবল গাছ গোনার সংস্কৃতি চলতে পারে না। নদী, খাল ও বন রক্ষা না করে প্রকৃতি নিয়ে মুখে মুখে কথা বলে কার্বন অফসেট হিসাব করলেই চলবে না। নির্গমন কমাতে আন্তরিক প্রতিশ্রুতি জরুরি।’ উপদেষ্টা অভিযোজনভিত্তিক অর্থায়নের বণ্টনে তৃণমূল, সুশীল সমাজ এবং স্থানীয় উদ্ভাবকদের অগ্রাধিকার দিতে আহ্বান জানান। তিনি বলেন, ‘নীতিনির্ধারক ও জনগণের মধ্যে দুইমুখী যোগাযোগ প্রয়োজন। স্থানীয় সরকার এবং জনগণকে অভিযোজন প্রক্রিয়ার নেতৃত্বে আনতে হবে।’ কৃষি খাতে দুর্বলতার কথা তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, ‘তামাক ও ক্যাসাভার মতো ক্ষতিকর চাষাবাদ বন্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে জ্ঞানভিত্তিক পুনর্জাগরণমূলক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ তিনি জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড সংস্কারের পাশাপাশি অর্থ বিতরণ ও প্রকল্প সমন্বয়ে স্বচ্ছতা আনতে নতুন প্ল্যাটফর্ম বিসিডিপি (Bangladesh Sustainable Climate Development Platform) চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় উপদেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে পুনরোপণ কর্মসূচি, গাছ সংরক্ষণ আইন এবং ভূমি সংরক্ষণ উদ্যোগের অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘উন্নয়নের ধরণ বদলাতে হবে। জলবায়ু সহনশীলতা কেবল টিকে থাকার বিষয় নয়, এটি আমাদের মূল্যবোধ পুনর্বিবেচনার আহ্বান।’ অনুষ্ঠানে ব্র্যাক এর নির্বাহী পরিচালক আসিফ সালেহ, নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট এর নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হান্নান, ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেন। পরে উপদেষ্টা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ও প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এলএবাংলাটাইমস/আইটিএলএস