মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছুটি আরও তিন দিন বাড়ল। তৃতীয় দফায় মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২৯, ৩০ ও ৩১ জুলাই) ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস। গত রোববার (৩ আগস্ট) খুলবে প্রতিষ্ঠানটি।
আজ সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির ভাইস-প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে প্রথম দফায় ২২, ২৩ ও ২৪ জুলাই (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ ও ২৮ জুলাই (রোব ও সোমবার) ছুটি ঘোষণা করা হয়, যা আজ শেষ হচ্ছে। সর্বশেষ তৃতীয় দফায় আবারও তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিমান দুর্ঘটনার পর থেকে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন। শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট নিশ্চিত করতে এই যোগাযোগ ও আলোচনা করা হচ্ছে, যা কাউন্সেলিংয়ের একটি অংশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সব প্রস্তুতি শেষে আগামী রোববার (৩ আগস্ট) দিয়াবাড়ি ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস