বাংলাদেশ

বাংলাদেশ থেকে ব্যবসা গোটানোর কথা ভাবছে বিদেশিরা

ঢাকায় গত শুক্রবারের প্রাণঘাতী জঙ্গি হামলার পর বিদেশি পোশাক কোম্পানিগুলো বাংলাদেশে তাদের বিনিয়োগ পুনর্বিবেচনা করছে।

জাপানের পোশাকের ব্র্যান্ড ইউনিক্লো বলছে তারা অতি জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশে সব ধরণের বাণিজ্যিক সফর বাতিল করছে।

সুইডেনের এইচএন্ডএম-সহ অন্য যেসব নামজাদা বিদেশি পোশাক প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসা রয়েছে তারা বলছে তারা বাংলাদেশ থেকে নিরাপদ কোন দেশে কার্যক্রম সরিয়ে নেবার আগে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির খাতটি ২৬ বিলিয়ন ডলারের। এটা পৃথিবীর সবচাইতে বড় তৈরি পোশাক নির্মাতা দেশগুলোর একটি।

দেশটির শতকরা আশি ভাগ রপ্তানি আয়ই হয় তৈরি পোশাক খাত থেকে। আর চল্লিশ লাখের মত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই খাতটি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি