কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় টহল পুলিশের ওপর বোমা হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে এক পুলিশ সদস্যসহ নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। আহত হয়েছেন প্রায় ১২ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলা হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম সকালে সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে জহুরুল হক (৩০) পুলিশের কনস্টেবল। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহত আরেকজন হামলাকারী হতে পারে বলে তারা ধারণা করছেন।
নিহত বাকি দুজনের মধ্যেও একজন পুরুষ পুলিশ সদস্য এবং অন্যজন অজ্ঞাত নারী। র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, ঘটনাস্থলে ঝর্ণা রানি ভৌমিক নামে এক নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত পুলিশ সদস্য আনসারুল্লাহ ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মারা যান।
ঘটনাস্থল থেকে চাপাতি ও বোমাসদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। রাতভর জিম্মি ঘটনার পর সকালে কমান্ডো অভিযান চলে। এতে ২০ জিম্মি নিহত হন। তাদের মধ্যে বেশিরভাগই বিদেশি। এই হামলার দায় স্বীকার করে জঙ্গি দল আইএস। এই হামলার আতঙ্ক কাটতে না কাটতেই আবারও হামলার ঘটনা ঘটল কিশোরগঞ্জে।
বৃহস্পতিবার সকালে ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, হামলার পর ১৩ জনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে জহুরুল হককে মৃত ঘোষণা করা হয়।
তিনি জানান পরে আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর শোলাকিয়া মাঠে উপস্থিত পুলিশ সুপার আনোয়ার হোসেন খান হাসপাতালে ছুটে যান।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাতের আগে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা মেরে পালিয়ে যায়।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম সকালে সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে জহুরুল হক (৩০) পুলিশের কনস্টেবল। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহত আরেকজন হামলাকারী হতে পারে বলে তারা ধারণা করছেন।
নিহত বাকি দুজনের মধ্যেও একজন পুরুষ পুলিশ সদস্য এবং অন্যজন অজ্ঞাত নারী। র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, ঘটনাস্থলে ঝর্ণা রানি ভৌমিক নামে এক নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত পুলিশ সদস্য আনসারুল্লাহ ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মারা যান।
ঘটনাস্থল থেকে চাপাতি ও বোমাসদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। রাতভর জিম্মি ঘটনার পর সকালে কমান্ডো অভিযান চলে। এতে ২০ জিম্মি নিহত হন। তাদের মধ্যে বেশিরভাগই বিদেশি। এই হামলার দায় স্বীকার করে জঙ্গি দল আইএস। এই হামলার আতঙ্ক কাটতে না কাটতেই আবারও হামলার ঘটনা ঘটল কিশোরগঞ্জে।
বৃহস্পতিবার সকালে ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, হামলার পর ১৩ জনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হলে জহুরুল হককে মৃত ঘোষণা করা হয়।
তিনি জানান পরে আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর শোলাকিয়া মাঠে উপস্থিত পুলিশ সুপার আনোয়ার হোসেন খান হাসপাতালে ছুটে যান।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদ জামাতের আগে আজিমুদ্দিন স্কুলের পাশে টহল দিচ্ছিল একদল পুলিশ। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বোমা মেরে পালিয়ে যায়।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি