নিরাপত্তাজনিত কারণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ জামাতের ইমামতি করতে পারেননি মাওলানা ফরিদ উদ্দীন মাসঊদ।
ঈদের জামাতে অংশ নিতে বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে মাওলানা মাসঊদকে কিশোরগঞ্জ নেয়া হয়। জেলা স্টেডিয়ামে মাসঊদকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করার পর শোলাকিয়া মাঠের গেটে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির খবর আসে। এ ঘটনায় ঈদগাহ মাঠে না নিয়ে নিরাপত্তা স্কট দিয়ে মাসউদকে স্থানীয় সার্কিট হাউজে নেয়া হয়।
পরে সকাল সোয়া ১০টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামেয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা শোয়াইব বিন আবদুর রউফ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
ঈদের জামাতে অংশ নিতে বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে মাওলানা মাসঊদকে কিশোরগঞ্জ নেয়া হয়। জেলা স্টেডিয়ামে মাসঊদকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করার পর শোলাকিয়া মাঠের গেটে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির খবর আসে। এ ঘটনায় ঈদগাহ মাঠে না নিয়ে নিরাপত্তা স্কট দিয়ে মাসউদকে স্থানীয় সার্কিট হাউজে নেয়া হয়।
পরে সকাল সোয়া ১০টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামেয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা শোয়াইব বিন আবদুর রউফ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি