দেশে জঙ্গি হামলায় দেশী ও আর্ন্তজাতিক শক্তি জড়িত বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।
শনিবার দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, শুধু আমাদের দেশে নয়। সারাবিশ্বে জঙ্গি হামলা হচ্ছে। এমন হামলা এখন বিশ্বের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা ধর্মের নামে ঈদের দিনেও মানুষ হত্যা করে চলেছে এগুলো সম্পূর্ণ বে-ধর্মী ও ইসলাম বিরোধী কাজ।
মানুষকে সচেতন করে ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের মোকাবেলা করতে হবে বলেও মনে করেন তিনি।
শাহজাহান খান বলেন, আমাদের দেশে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের মদদ দিয়েছে বিএনপি।
এ সময় খালেদা জিয়ার উদ্দেশ্যে নৌমন্ত্রী বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, তার আগে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে বিএনপিকে।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসুদকে জঙ্গিরা হত্যার হুমকি দিয়েছে উল্লেখ্য করে শাজাহান খান বলেন, এটা কোনো ইসলামিক কাজ হতে পারে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, সদর মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদসহ অন্যরা।
শনিবার দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, শুধু আমাদের দেশে নয়। সারাবিশ্বে জঙ্গি হামলা হচ্ছে। এমন হামলা এখন বিশ্বের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা ধর্মের নামে ঈদের দিনেও মানুষ হত্যা করে চলেছে এগুলো সম্পূর্ণ বে-ধর্মী ও ইসলাম বিরোধী কাজ।
মানুষকে সচেতন করে ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের মোকাবেলা করতে হবে বলেও মনে করেন তিনি।
শাহজাহান খান বলেন, আমাদের দেশে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের মদদ দিয়েছে বিএনপি।
এ সময় খালেদা জিয়ার উদ্দেশ্যে নৌমন্ত্রী বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, তার আগে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে বিএনপিকে।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদ উদ্দিন মাসুদকে জঙ্গিরা হত্যার হুমকি দিয়েছে উল্লেখ্য করে শাজাহান খান বলেন, এটা কোনো ইসলামিক কাজ হতে পারে না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান, সদর মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদসহ অন্যরা।