বাংলাদেশ

লালনের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন, কুষ্টিয়ায় বাড়ছে নিরাপত্তা

কু‌ষ্টিয়ার কুমারখালী উপ‌জেলার ছেঁউড়িয়ায় অব‌স্থিত বাউল সম্রাট ফ‌কির লালন শাহে্র আখড়াবা‌ড়ি‌তে নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার বেলা ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবে‌শের প্রধান গে‌টসহ বিভিন্ন স্থানে পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। পু‌লিশ বল‌ছে, গতকাল রাজবাড়ীতে মাজা‌রে হামলাসহ কিছু ইস্যু মাথায় রে‌খে জেলায় বাড়‌তি নিরাপত্তা জোরদার করা হ‌য়ে‌ছে। এরই অংশ হি‌সে‌বে লালন আখড়াবা‌ড়ি‌তে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে। বেলা সা‌ড়ে ৩টার দি‌কে ফ‌কির লালন শা‌হে্র আখড়াবা‌ড়ি‌তে গি‌য়ে প্রবেশ গে‌ট পার হ‌য়ে ভেতরে ডানপা‌শে গোলঘ‌রের সাম‌নে কথা হয় পু‌লি‌শের সহকারী উপপ‌রিদর্শক (এএসআই) আলম হো‌সেনের সঙ্গে। লালন আখড়াবা‌ড়িতে পু‌লিশ মোতায়‌নের বি‌শেষ কোন কারণ আছে কিনা জান‌তে চাইলে তি‌নি ব‌লেন, আপনারা জা‌নেন গতকাল রাজবাড়ী‌তে মাজার কে‌ন্দ্রিক এক‌টি ঘটনা ঘ‌টে‌ছে। সম্ভবত সেই জায়গা থে‌কে বাড়‌তি সতকর্তার কার‌ণে আমা‌দের পু‌লিশ লাইন থে‌কে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে কু‌ষ্টিয়া জেলা পু‌লিশ সুপার (এস‌পি) মো. মিজানুর রহমান বলেন, কিছু ইস্যু নি‌য়ে বাড়‌তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হ‌য়ে‌ছে।   এলএবাংলাটাইমস/আইটিএলএস