বাংলাদেশ

গলে টেস্টের শুরুটা ধৈর্য আর পরিশ্রমের, প্রথমদিনেই উদযাপন

  টেস্টে দ্বাদশ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে যা তার চতুর্থ এবং গলে দ্বিতীয় সেঞ্চুরি। ছবি: এএফপি     মুশফিক ৯৭ টেস্টের ক্যারিয়ারে শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন। মুশফিককে ম্যাথুসের অভিনন্দন। ছবি: এএফপি       আগের ১৩ ইনিংসে ফিফটি ছিল না মুশফিকের। গলে ১৭৬ বলে করা সেঞ্চুরিতে বাউন্ডারি থেকে রান মাত্র ২০। বাকি রান ডাবল-সিঙ্গেলে নিয়েছেন তিনি। ছবি: এএফপি     শান্ত তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন। ২০ ইনিংস পরে পাওয়া তার সেঞ্চুরি প্রায় ১ বছর ১৭ মাস পর। উদযাপনও তাই বাধ ভাঙা। ছবি: এএফপি     নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম অপরাজিত ২৪৭ রানের জুটি গড়েছেন। টেস্টে চতুর্থ উইকেটে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ জুটি মুশফিক ও মুমিনুলের ২৬৬। ছবি: এএফপি     শান্ত ও মুশফিক জুটির ২৪৭ রানের ১৫৯-ই নিয়েছেন দৌঁড়ে। শান্ত সিঙ্গেলসে ৫৮ ও মুশফিক ৬৩ রান নিয়েছেন। দু’জনেই ডাবলস আটটি করে। ছবি: এএফপি     এলএবাংলাটাইমস/আইটিএলএস