বাংলাদেশ

পূজার ছুটিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে বিশেষ ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবের সময় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিন বন্ধের ছুটিতে যাত্রীর চাপ সামাল দিতে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে। জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এসব ট্রেন চলবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকা স্পেশাল চলবে। চট্টগ্রাম থেকে দুপুর পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। ৪ অক্টোবর চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়।
এছাড়া ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বিশেষ ট্রেন ৩০ সেপ্টেস্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে এই ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১টায়। ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এ ট্রেন চলাচল করবে। রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, দুর্গাপূজা ও সাপ্তাহিক মিলিয়ে টানা চার দিনের ছুটি থাকায় পর্যটন শহর কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। কক্সবাজারে যেতে পর্যটকদের পছন্দ ট্রেন। তাই যাত্রীর চাপ সামাল দিতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতো সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।