বাংলাদেশ

সরকারি বালিকা স্কুলে চ্যাম্পিয়নসত্তা অর্জন

বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে সৃষ্টি একাডেমিক স্কুল। সেরা বক্তা নির্বাচিত হয়েছে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তার্কিক সানজিদা তালুকদার সিনহা। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইল সরকারি কুমুদিনী মহিলা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান।
আট দলের ২৪ প্রতিযোগী বিতর্কে অংশ নেন। দলগুলো হলো- বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়, সৃষ্টি একাডেমিক স্কুল, বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ, জেলা কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় ও শিবনাথ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন- ইব্রাহীম খাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অনীক রহমান বুলবুল, সরকারি এম এম আলী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ছোলায়মান হোসেন সায়েম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন। বিকেলে প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। সঞ্চালনায় ছিলেন সুহৃদ সভাপতি রাশেল আদনান। সহায়তায় ছিলেন সুহৃদ সদস্য মাহফুজা জামান মুন, আবু আহমেদ শেরশাহ ও শ্রাবন আহমেদ সুমন। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকরুল মওলা, টাঙ্গাইল জনতা ব্যাংক প্রধান শাখার সহকারী জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, সমকালের জেলা প্রতিনিধি আব্দুর রহিম প্রমুখ।   এলএবাংলাটাইমস/আইটিএলএস