বাংলাদেশ

ধর্ষণের ঘটনায় রিসোর্টে অভিযান, ১৮ জন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রিসোর্টে ডেকে অভিনেত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার পর ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তেলিহাটি ইউনিয়নের রাস নামের ওই রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিসোর্টের ব্যবস্থাপক, সহব্যবস্থাপক ও কর্মী রয়েছেন। অভিযানে রিসোর্ট থেকে বিদেশি মদ ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে রিসোর্ট পরিচালনার বৈধ কাগজপত্র না থাকায় কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
অভিযোগ উঠেছে, গত সোমবার রাতে নাটকের শুটিংয়ের কথা বলে রাস রিসোর্টে নিয়ে অভিনেত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় নাছির উদ্দিন ও মো. বাবর নামের দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে একজনকে। মামলার বিবরণে জানা যায়, ওই নারী অভিনেত্রী ও মডেল হিসেবে কাজ করেন। তাঁকে জানানো হয়, নাছির নাটকের পরিচালক এবং বাবর তাঁর সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে সোমবার রাতে ঢাকার মিরপুর থেকে তাঁকে শ্রীপুরের ওই রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে নাছির, বাবর ও অজ্ঞাতপরিচয় একজন ধর্ষণ করে। পরদিন বিকেলে মারধর করে তাঁকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়। ওসি আব্দুল বারিক বলেন, মামলার ঘটনা তদন্ত করতে গিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রিসোর্টের মালিককে পাওয়া যায়নি। এলএবাংলাটাইমস/আইটিএলএস