বাংলাদেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএস-এর ১১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) ও ঘনিষ্ঠ বান্ধবী তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে উঠে আসে, এসব অ্যাকাউন্টে মোট ৬৫৩ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬৬ কোটি টাকা উত্তোলনের পরও বর্তমানে হিসাবগুলোতে প্রায় ৮৭ কোটি টাকা জমা রয়েছে। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, তৌফিকা করিম মন্ত্রীর প্রভাব ব্যবহার করে জামিনের তদবির, নিয়োগ-বাণিজ্য, বদলি ও নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। ওই অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি, জমি কেনাসহ বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন বলে অভিযোগ। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ)(২৬), ২(১৪) ও ১৪(১) ধারায় এসব অপরাধের যথেষ্ট প্রমাণ থাকায় তার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব অ্যাকাউন্ট স্থায়ীভাবে জব্দের আদেশ দেওয়া হয়। আদালতের ভাষ্য, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে টাকার গতি অন্যত্র হতে পারে, যা তদন্তের স্বার্থে মারাত্মক ক্ষতিকর হতে পারে। এলএবাংলাটাইমস/আইটিএলএস