রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। এতে প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে। মামলাগুলো শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয়েছে।
শনিবার ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সংসদ ভবন এলাকায় গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ সরকারি কাজে বাধা এবং সংরক্ষিত এলাকায় অনুপ্রবেশের কারণে চারটি মামলা করা হয়েছে। এতে ৮০০ থেকে ৯০০ অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে। এসব মামলার বাদী পুলিশ।
এর আগে শুক্রবার নিজেদের তিনটি দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল লোক মানিক মিয়া অ্যাভিনিউতে আন্দোলন করেন। পরে দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান করা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
পরে কয়েক দফা সংঘর্ষে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। অন্যদিকে, আন্দোলনকারীরা সড়কে আগুন ধরিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ চালিয়ে যায়। এসময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস