২০১০ সাল থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৯ হাজার ৫৪৬ জন প্রবাসী বাংলাদেশির লাশ দেশে ফেরত আনা হয়েছে।
সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, এর মধ্যে ১৫ হাজার ৬১১ জন প্রবাসী কর্মী হওয়ায় তাদের
প্রতিপরিবারকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে মোট ৫৩ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ মিশনসমূহের শ্রম উইংয়ের সহায়তায় নিয়োগকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ৩ হাজার ৪৫৩ জন মৃত কর্মীর অনুকূলে ক্ষতিপূরণের অর্থ হিসেবে আদায়কৃত ২৪০ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, এর মধ্যে ১৫ হাজার ৬১১ জন প্রবাসী কর্মী হওয়ায় তাদের
প্রতিপরিবারকে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে মোট ৫৩ কোটি ৫৬ লাখ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ মিশনসমূহের শ্রম উইংয়ের সহায়তায় নিয়োগকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ৩ হাজার ৪৫৩ জন মৃত কর্মীর অনুকূলে ক্ষতিপূরণের অর্থ হিসেবে আদায়কৃত ২৪০ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি