বাংলাদেশ

জঙ্গি হামলায় খালেদা জড়িত কি না খতিয়ে দেখা উচিৎ: শেখ সেলিম

জঙ্গি হামলার সঙ্গে খালেদা জিয়া জড়িত কি না তা খতিয়ে দেখতে গোয়েন্দাদের অনুরোধ করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

মঙ্গলবার জাতীয় সংসদে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট, ঈদের দিনে কিশোরগঞ্চের শোলাকিয়া, পবিত্র মদিনা ও ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কার্য প্রণালী-বিধির ১৪৭ বিধি অনুযায়ী সাধারণ আলোচনায় তিনি এ দাবি করেন।

এর গত ১৭ জুলাই অধিবেশন শুরুতে এ সব হামলা এবং হতাহতের ঘটনায় জাতীয় সংসদ শোক ও তীব্র নিন্দা জানান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শেখ সেলিম বলেন, ‘বাংলাদেশে গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর পরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশেও তাদের অনেক লোকের সঙ্গেও যোগাযোগ করেছে। এটা আমার কথা নয়, গোয়েন্দা রিপোর্ট। এই ঘটনার পূর্বে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে ও শেখ হাসিনা সরকারের পতনে বিভিন্ন জঙ্গিদের অর্থায়নে ১৫০ কোটি টাকা খরচ করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।’

তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্চের শোলাকিয়ায় জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যার পরই খালেদা জিয়া দাবি করেছেন সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু এ ঘটনার জন্য এখন পর্য্ন্ত বেগম জিয়া নিন্দা করেননি। সরকারের সমালোচনা করছেন। আমি এই ঘটনার সঙ্গে বেগম জিয়া জড়িত কিনা তা গোয়েন্দাদের খতিয়ে দেখতে বলব।’


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি