বাংলাদেশ

অবমাননার দায়ে বার্গম্যানের সাজা

বিচারাধীন বিষয়ে ব্যক্তিগত ব্লগে আপত্তিকর মন্তব্য করে আদালত অবমাননার দায়ে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।অবমাননার দায়ে বার্গম্যানের সাজা রায়ে বার্গম্যানকে মঙ্গলবার (২ ডিসেম্বর) ট্রাইব্যুনালের কার্যক্রম চলা পর্যন্ত এজলাসকক্ষে থাকার আদেশ দেওয়া হয়। একইসঙ্গে তাকে আগামী সাত দিনের মধ্যে পাঁচ হাজার টাকা জরিমানা জমা দিতে বলা হয়েছে। অন্যথায় তাকে সাত দিন কারাভোগ করতে হবে। মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই রায় দেন।ডেভিড বার্গম্যান ইংরেজি দৈনিক দ্য নিউ এজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের জামাতা।রায়ের সময় বার্গম্যান ছাড়াও তার স্ত্রী ব্যারিস্টার সারা হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।অভিযোগকারী আবুল কালাম আজাদের আইনজীবী ব্যারিস্টার মিজান সাঈদ জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত ব্লগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্যক্রম নিয়ে সমালোচনা ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবুল কালাম আজাদ সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে আবেদন করেন। এরপর ১৭ এপ্রিল আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল। বার্গম্যানের লেখায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের রায় নিয়ে করা মন্তব্যে ট্রাইব্যুনালের মর্যাদাহানি হয়েছে বলেও আবেদনে অভিযোগ করা হয়। সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। ২০১১ সালের ১ অক্টোবর নিউ এজ-এ 'অ্যা ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি' শিরোনামের প্রতিবেদনের জন্য ডেভিড বার্গম্যান, পত্রিকাটির সম্পাদক সম্পাদক নুরুল কবির ও প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন ট্রাইব্যুনাল-১। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ওই রুল নিষ্পত্তি করে দেওয়া আদেশে বার্গম্যানকে সর্বোচ্চ সতর্ক করে দিয়ে ট্রাইব্যুনাল বলেন, ওই প্রতিবেদনের একটি অংশ অত্যন্ত অবমাননাকর।