বাংলাদেশ

বঙ্গবন্ধুর খুনিরা স্বাধীনতা চায়নি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তারা এদেশের স্বাধীনতা চায়নি।

সোমবার বিকেলে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত শোকাবহ আগস্টের আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবিরোধী অভিযানে সারাদেশে যারাই ধরা পড়ছে তাদের অনেকেই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বঙ্গবন্ধুকে হত্যার পরের সময়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি ফিরে আসার পরে আমাকে এ বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। এ বাড়িতে আমার বাবা-মা মারা গেছেন। আমি মিলাদ পড়বো, জিয়াউর রহমান সেখানে যেতে দেয়নি। রাস্তার ওপর বসেই শত বাধা অতিক্রম করে মিলাদ পড়তে হয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে। এভাবেই হত্যার ষড়যন্ত্র ও খুনিদের মদদ দিয়েছে তারা। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিলো, তাদের নতুন করে দল গঠন করে রাজনীতির সুযোগ দিয়েছিলো এরশাদ।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “হাইকোর্টের রায়ে জিয়া, এরশাদের ক্ষমতা দখল অবৈধ। সেই সময় পরাজিত শ্রেণীর দোসররা বারবার আঘাত হেনেছে। এখনও তাদের উত্তরাধিকারীরাই বারবার আঘাত করছে।”

শেখ হাসিনা বলেন, আমরা দুই বোন সব হারা হয়ে যাবো কখনও কল্পনাও করতে পারিনি। পরে বাংলাদেশের মানুষের ভালোবাসায় দেশে ফিরি। কিন্তু ততোক্ষণে তাদের কাউকে দেখিনি।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি