বাংলাদেশ

জঙ্গি কর্মকাণ্ড তদারকে মনিটরিং সেল গঠনের নির্দেশ

জঙ্গি কর্মকাণ্ড তদারকিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার ইউজিসির অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি মনিটরিং সেল গঠন করার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইউজিসি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সেল গঠন সংক্রান্ত অফিস আদেশ (সদস্যদের নাম ও পদবী)- এর কপি ইউজিসিতে প্রেরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে সেলের গৃহীত কার্যক্রম সংক্রান্ত মাসিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করতেও বিশ্ববিদ্যালয়সমূহকে নির্দেশ দেওয়া হয়েছে।


 এলএবাংলাটাইমস/এন/এলআরটি