বাংলাদেশ

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে জন কেরি সাক্ষাৎ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার দুপুর ১২টায় সাক্ষাৎ করবেন। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জন কেরির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে সুইজারল্যান্ডের জেনেভা থেকে ঢাকায় পৌঁছবেন।
 
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।

সফর শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী। পররাষ্ট্র সচিব শহীদুল হক তাকে বিদায় জানাবেন।