বাংলাদেশ

রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বেগবানের সুপারিশ সংসদে

বিশ্বখ্যাত ম্যাগ্রোফ সুন্দরবনের ক্ষতির আংশকায় দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও বিভিন্ন সংগঠন রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানালে প্রকল্পের নির্মাণ বেগবানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আতিউর রহমান আতিক, আ.ফ.ম বাহাউদ্দিন (নাছিম) এবং বেগম নাসিমা ফেরদৌসী বৈঠকে উপস্থিত ছিলেন।  

এছাড়াও বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম শামসুল আলম, অধ্যাপক ড. আনু মুহাম্মদ, অধ্যাপক ড. বদরুল ইমাম, অধ্যাপক ড. এম নেয়ামুল নাসের, ড. কাজী বায়েজিদ কবির এবং অ্যাডভোকেট ড. সৈয়দ রিজওয়ানা হাসান।

বৈঠকে ‘রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ : অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটি ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের প্রান্তসীমা থেকে ১৪ কি. মি. ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে ৬৫ কি.মি. দূরে অবস্থিত হওয়ায় অর্থনেতিক, সামাজিক এবং কারিগরি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের গবেষণা ও মতামতের ভিত্তিতে পরিবেশ অধিদফতরের সকল নিয়ম ও শর্ত মেনে প্রকল্পটির নির্মাণ কাজ বেগবান করার সুপারিশ করে।
 
বৈঠকে সুন্দরবনের কোনো প্রতিবেশগত ক্ষতি না করে সতর্কতা অবলম্বনপূর্বক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বৈঠকে বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পল্লী বিদ্যুৎ, পেট্রো বাংলা ও বিপিসির চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।