বাংলাদেশ

রানা প্লাজার চেয়েও বেশি ধ্বংসস্তূপ টঙ্গীর ঐ ফ্যাক্টরিতে

বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান বলেন, ‘ট্যাম্পাকোতে রানা প্লাজার চেয়ে অনেক বেশি ধ্বংসস্তূপ। এই  ধ্বংসস্তূপ সরাতে মাসের বেশি সময় লাগতে পারে। এমনকি দুই মাসও লাগতে পারে। এটা বলা মুশকিল।’

সোমবার সকালে ট্যাম্পাকো কারখানার ধ্বংসস্তূপ অপসারণ করতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে কাজ শুরু করেছি। কালকে হয়ত লাইটলি কাজ করতে পারি। ঈদের পরের দিন থেকে পুরোদমে কাজ করবো।

তিনি আরো বলেন, এখানে ইথাইলের মতো কেমিকেল ড্রাম রয়েছে। এসব জায়গাতে কাজ করার মতো আমাদের ও রকম অভিজ্ঞতা নেই। কিন্ত আমাদের যতটুকু সম্ভব নিরাপত্তা ও সর্তকতার সঙ্গে আমরা করছি। ইথাইল ড্রামগুলো আমরা স্পর্শ করবো না। এটাকে বাদ দিয়ে আমাদের যতটুকু সম্ভব গার্বেজগুলো ক্লিয়ার করবো।

আজ সকালে ভারী যন্ত্রপাতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডের সদস্যরা ট্যাম্পাকো কারখানায় উদ্ধার কাজ শুরু করেছেন। উদ্ধার কাজে তাদের সহায়তা করছেন গাজীপুর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি