আইটি

প্রাপ্তবয়স্কদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট চালুর ঘোষণা দিল OpenAI

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান OpenAI তাদের জনপ্রিয় চ্যাটবট ChatGPT–এর নতুন সংস্করণে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য যৌনবিষয়ক কনটেন্ট যুক্ত করার পরিকল্পনা করেছে। কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান একাধিক টুইটে এ ঘোষণা দেন। অল্টম্যান জানান, এ পদক্ষেপের লক্ষ্য হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দেওয়া, একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও মানসিকভাবে দুর্বল ব্যবহারকারীদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা। তিনি লিখেছেন, “আমরা শুরুতে ChatGPT–কে বেশ সীমিত রেখেছিলাম যাতে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি এড়ানো যায়। এতে অনেক ব্যবহারকারীর কাছে ChatGPT কম উপভোগ্য হয়ে উঠেছিল, কিন্তু আমরা চেয়েছিলাম নিরাপদভাবে এগোতে। এখন আমাদের হাতে এমন টুল এসেছে যা এসব ঝুঁকি কমাতে সক্ষম, তাই আমরা কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করতে পারব।” অল্টম্যান আরও জানান, ভবিষ্যতে ব্যবহারকারীরা নিজেদের মতো করে ChatGPT–এর আচরণ কাস্টমাইজ করতে পারবেন, যেমন—বন্ধুর মতো কথা বলা, ইমোজি ব্যবহার করা বা আরও মানবসুলভ প্রতিক্রিয়া পাওয়া। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি “শুধুমাত্র ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী হবে, কোম্পানির ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে নয়।” তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন সমাজে প্রাপ্তবয়স্কদের জন্য R–rated সিনেমা অনুমোদিত কিন্তু কিশোরদের জন্য নয়—ChatGPT–তেও তেমন ব্যবস্থা থাকবে। যৌনবিষয়ক কনটেন্ট নিয়ে টুইটটি আলোচনার জন্ম দিলে অল্টম্যান পরে ব্যাখ্যা দিয়ে বলেন, “এটি কেবল প্রাপ্তবয়স্কদের স্বাধীনতা বাড়ানোর একটি উদাহরণ ছিল। আমরা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নীতিমালা ঢিলা করছি না, এবং আমরা বিশ্বের নৈতিক পুলিশ নই।” তবে এই ঘোষণায় সমালোচনার মুখে পড়েছে OpenAI। ওয়াশিংটন ডিসিভিত্তিক অলাভজনক সংস্থা ন্যাশনাল সেন্টার অন সেক্সুয়াল এক্সপ্লয়টেশন (NCOSE) জানিয়েছে, এ পদক্ষেপ “সিনথেটিক ইন্টিমেসি থেকে বাস্তব মানসিক ক্ষতি” সৃষ্টি করতে পারে। সংস্থার নির্বাহী পরিচালক হ্যালি ম্যাকনামারা বলেন, “যৌনবিষয়ক AI চ্যাটবট inherently ঝুঁকিপূর্ণ। বয়স যাচাই করলেও এটি ব্যবহারকারীদের ক্ষতিকর কনটেন্টের মুখে ফেলতে পারে। অন্য চ্যাটবটগুলোতে আগেও দেখা গেছে, ব্যবহারকারী বন্ধ করতে বললেও সেগুলো যৌন সহিংস বা অনুপযুক্ত লেখা তৈরি করে গেছে।” তিনি আরও বলেন, “যদি OpenAI সত্যিই ব্যবহারকারীর কল্যাণে আগ্রহী হয়, তবে তাদের উচিত এই তথাকথিত ‘এরোটিকা’ সংযোজন পরিকল্পনা স্থগিত করে মানবকল্যাণমূলক কাজে মনোযোগ দেওয়া।'  OpenAI–এর এই পরিকল্পনা নিয়ে বিতর্ক চলছেই, যদিও প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কবে থেকে প্রাপ্তবয়স্ক কনটেন্টের এই ফিচারটি চালু করা হবে। এলএবাংলাটাইমস/ওএম