বাংলাদেশ

দক্ষিণাঞ্চলে হাজারো পরিবারের ঈদ উদযাপন

বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েক হাজার পরিবার সোমবার (১২ সেপ্টেম্বর) পৃথকভাবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে।

সোমবার সকালে বেশ কয়েকটি স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এরা চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার এলাহাবাদ দরবার অনুসারী। ঈদের নামাজ আদায় শেষে তারা পশু কুরবানি করেন।

এলাহাবাদ দরবার অনুসারীদের বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠীর হাজীবাড়ি এলাকায়। সোমবার সকাল ১০টার দিকে সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা এক-অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এছাড়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমির দুয়ারী বাড়ির জামে মসজিদে পৃথক সময়ে বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের পর তারা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পশু কুরবানি করেন।

এছাড়াও পটুয়াখালীর বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা ও কলাপাড়ার নিশানবাড়িয়া এবং নগরীর টিয়াখালীর চৌধুরী বাড়ি এলাকার কয়েক হাজার পরিবার আজ সোমবার ঈদুল আজহা উদযাপন করছেন। এলাহাবাদ মতাদর্শীদের বরিশাল বিভাগে ৭৫টি মসজিদ রয়েছে।

এই দরবারের মতাদর্শী বাবুগঞ্জ উপজেলার খানপুরার জাহাঙ্গীর সিকদার ও প্রকৌশলী নজরুল ইসলাম জানান, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের কিংবা পৃথিবীর যে কোন প্রান্তে যেদিন জিলহজ মাসের চাঁদ দেখা যায়, সেদিন থেকে তারাও বাংলাদেশে পহেলা জিলহজ হিসাব করেন। সে অনুযায়ী সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ১০ জিলহজ তারা ঈদুল আজহা উদযাপন করছেন ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি