বাংলাদেশ

ট্যাম্পাকো ট্রাজেডিতে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি

গাজীপুরের টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত ট্যাম্পাকো ফয়েলস কারখানায় শ্রমিক হত্যার জন্য দায়ীদের শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্র ও প্রশাসন ব্যবস্থা শ্রমিকদের নিরাপত্তা বিধানে উদাসীন। মালিকরা শ্রমিকদের ক্ষতি করলে এই দেশে কোনো বিচার হয় না। যার ফলে শ্রমিক নিহত হওয়া বাংলাদেশের মালিকদের ডাল-ভাতে পরিণত হয়েছে।’

কৃষক ও মেহনতী মানুষের প্রতি রাষ্ট্রের মালিকদের দায়িত্বহীনতা দিন দিন লাগাতারভাবে বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

শত শত শ্রমিক নিহত হলেও সরকারের কোনো মাথাব্যথা নেই উল্লেখ করে সাকি বলেন, আমাদের দেশের শ্রম আইন শ্রমিকদের পক্ষে নেই বলেই এ সমস্ত ঘটনায় সরকার সঠিক বিচার করতে পারছে না।

এ সময় নিহত ও নিখোঁজ সকল শ্রমিকের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেয়া এবং এ ঘটনায় দায়ী ও কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আয়োজক সংগঠনের ঢাকা মহানগর সমন্বয়ক আবু বক্কর রিপনের সভাপতিত্বে মানববন্ধনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সমন্বয়ক ফিরোজ আহমেদ, বহুমুখী শ্রমজীবী হকার্স মালিক সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি