বাংলাদেশ

শাহজালালে আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯টি আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানির দুই নাগরিককে আটক করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার এস এম সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন- মো. মিনর বিন আলী ও আনিসুল ইসলাম তালুকদার।

বিমানবন্দর কাস্টমসের এক কর্মকর্তা জানান, সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে তারা দুবাই থেকে ঢাকায় আসেন। গোপন সূত্রে খবর পেয়ে গ্রিন চ্যানেলে লাগেজসহ তাদের দেহে তল্লাশি চালানো হয়। এসময় লাগেজের ভেতর থেকে ‘স্মল ফায়ার আর্মস’ লেখা একটি কার্টন পাওয়া যায়। এর ভেতর নয়টি ছোট আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। যদিও দুজন যাত্রীই দাবি করেন এগুলো খেলনার অস্ত্র। তবে কাস্টমসের পক্ষ থেকে র‍্যাবকে ডাকা হলে তারা একে ‘আসল অস্ত্র’ বলে নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলন করে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

র‌্যাব ও কাস্টমসের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি