বাংলাদেশ

মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হান্নান শাহ

মা ওয়াজেদা আক্তার খাতুনের করবের দক্ষিণ পাশে (পায়ের কাছে) চির নিদ্রায় শায়িত হলেন সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী আ স ম হান্নান শাহ।

শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়াচালা গ্রামের পারিবারিক কবরস্থানে আ স ম হান্নান শাহকে দাফন করা হয়।

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে হান্নান শাহর বাড়ির সামনে শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দাফনের পর সেনাবাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করে।

হান্নান শাহর বড় ছেলে শাহ রেজাউল হান্নান রেজা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বলে গেছেন পারিবারিক কবরস্থানে তার মার কবরের পাশে যেন দাফন করা হয়। তার শেষ ইচ্ছানুযায়ী সেখানেই দাফন করা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়ার চালার হান্নান শাহর বাড়ির সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে কাপাসিয়ার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন।

এর আগে শুক্রবার সকাল ৮টা ২৫ তার লাশবাহী গাড়ি গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে  পৌঁছায়। সকাল ৯টা ২০ মিনিটে ভাওয়াল রাজবাড়ি মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টার দিকে কাপাসিয়া উপজেলা শহরের কাপাসিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সব জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, হান্নান শাহর ভাই বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রজমান, ছেলে শাহ রেজাউল হান্নান ও রিয়াজুল হান্নান, বিএনপির ভাইস চোরম্যান মো. শাহজাহান, ডা. এ জেডএম জাহিদ হোসেন, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকন, জেলা বিএপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হান্নান শাহ। পরে বুধবার সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। গতকাল বৃহস্পতিবার মহাখালীর নিউ ডিওএইচএস, সংসদ ভবনের সামনে এবং নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি