দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ৫দিন ধরে চলা এ উৎসবকে কেন্দ্র করেই হিন্দু সম্প্রদায় পরিবারের সাথে মিলিত হয়। কিন্তু দুঃখের বিষয় দুর্গাপূজায় ছুটি মাত্র ১ দিন। সেটাও আবার পূজা শেষে প্রতিমা বিসর্জনের দিন নির্ধারিত থাকায় হিন্দু সম্প্রদায় সে সুযোগ থেকে বঞ্চিত হয়।
তারা আরো বলেন, সরকার নিজেদেরকে অসাম্প্রদায়িক ঘোষণা করে সকল ধর্মের মানুষ সমান সুযোগ লাভের অধিকারী মর্মে সংবিধান সংশোধন করেছে। কিন্তু সে অধিকার সংবিধানের পাতাতেই সীমাবদ্ধ। হিন্দু সম্প্রদায়ের এ দাবিটি গণ দাবিতে পরিণত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সভাপতি দীন বন্ধু রায়, সিনিয়র সহ-সভাপতি সোনালী রানী দাস ও অচিন্ত কুমার মন্ডল প্রমুখ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ৫দিন ধরে চলা এ উৎসবকে কেন্দ্র করেই হিন্দু সম্প্রদায় পরিবারের সাথে মিলিত হয়। কিন্তু দুঃখের বিষয় দুর্গাপূজায় ছুটি মাত্র ১ দিন। সেটাও আবার পূজা শেষে প্রতিমা বিসর্জনের দিন নির্ধারিত থাকায় হিন্দু সম্প্রদায় সে সুযোগ থেকে বঞ্চিত হয়।
তারা আরো বলেন, সরকার নিজেদেরকে অসাম্প্রদায়িক ঘোষণা করে সকল ধর্মের মানুষ সমান সুযোগ লাভের অধিকারী মর্মে সংবিধান সংশোধন করেছে। কিন্তু সে অধিকার সংবিধানের পাতাতেই সীমাবদ্ধ। হিন্দু সম্প্রদায়ের এ দাবিটি গণ দাবিতে পরিণত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সভাপতি দীন বন্ধু রায়, সিনিয়র সহ-সভাপতি সোনালী রানী দাস ও অচিন্ত কুমার মন্ডল প্রমুখ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি