বাংলাদেশ

'অনুদানের অর্থ ব্যয় হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে'

যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইন্টারন্যাশনাল নারকোটিকস অ্যান্ড ল ইনফোর্সমেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক অ্যাসিস্টেন্ট সেক্রেটারি উইলিয়াম ব্রাউনফিল্ড বলেছেন, উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন বেসরকারি সংগঠনের সংগ্রহ করা অনুদানের অর্থ জঙ্গিবাদসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। 'অনুদানের অর্থ ব্যয় হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে'উইলিয়াম ব্রাউনফিল্ড আজ সোমবার রাজধানীর হোটেল সারিনায় একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উইলিয়াম ব্রাউন বলেন , 'উন্নয়নের নামে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান লাখ লাখ ডলার অনুদান সংগ্রহ করছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য এই অনুদানের উল্লেখযোগ্য একটি অংশ ব্যয় হচ্ছে জঙ্গিবাদসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে।' তিনি আরো জানান, ২০০৮ সালে মুম্বাই বিস্ফোরণের ঘটনার অর্থায়নে পরোক্ষভাবে একটি দাতব্য সংস্থার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উইলিয়াম ব্রাউন বলেন, 'দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ জঙ্গি অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উদ্যোগটি প্রশংসনীয় হলেও এতে কিছু ফাঁক-ফোকর রয়ে গেছে।' 'গুড গিভিং কাউন্টার টেররিজম ফাইন্যান্স অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট ইন দ্য চ্যারিটি কমিউনিটি' শীর্ষক এই কর্মশালা চলবে তিনদিন। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের বিচারক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি দাবত্য সংস্থার প্রতিনিধিরা।