বাংলাদেশ

একাদশ সংসদ নির্বাচন এখন সময়ের দাবি : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে দেশের এই ক্রান্তিকালে সংকট উত্তরণে কর্তৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে একটি জাতীয় সংলাপ সূচনার পরিবেশকে উন্মুক্ত করবেন।

তিনি বলেন, ‘এ সংকট উত্তরণে সরকারকে সময় থাকতেই এর উপায় বের করতে হবে। আমাদের দল মনে করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন সময়ের দাবি।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার (০২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘দেশে অবাধ-নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক সংকটের সূচনা।’

এ সময় তিনি বলেন, ‘গত শনিবার ভোর রাতে কথিত বন্দুক যুদ্ধের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে নৃশংসভাবে হত্যা সেই নেশা ও রেওয়াজেরই বহি:প্রকাশ। আমি বিএনপির পক্ষ থেকে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে শাহ আলম নয়নকে হত্যায় দায়ীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জোর দাবি করছি।’

শাহ আলম নয়ন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, ‘বর্তমান বিনা ভোটের সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে কথিত বন্দুক যুদ্ধের নামে অব্যাহতভাবে হত্যা করছে। গত নয় মাসে দেশে ১৭৮ জনকে বন্দুক যুদ্ধের নামে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আসক উল্লেখ করেছে। এ ধরনের বন্দুকযুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পৈশাচিকভাবে হত্যা দেশে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরণের নেশা ও রেওয়াজে পরিণত হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি