জঙ্গিবাদের কারণ খুঁজতে সরকারকে আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সুজন এ মানববন্ধনের আয়োজন করে।
বদিউল আলম মজুমদার বলেন, জঙ্গিবাদ একটি রোগ। যা ভাইরাসের মতো ছড়ায়। তাই এটিকে গোড়া থেকে নির্মূল করতে হবে। প্রথমে এর কারণ খুঁজে বের করতে হবে। তাহলে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি বলেন, আমাদের সহিংস না হয়ে মহাত্ম গান্ধীর নীতি অবলম্বন করতে হবে। তার নীতি অনুযায়ী শান্তির পথ খুঁজতে হবে। তাহলেই সব অন্ধকার দূর হবে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সম্পাদক মিহির বিশ্বাস বলেন, সহিংসতা বা যুদ্ধ কোনো সমাধান নয়। অতীতের ইতিহাস তাই বলে। একটি যুদ্ধ মানে ভবিষ্যতে আরো একটি যুদ্ধের সূচনা। তাই আমাদের যুদ্ধ পরিহার করে শান্তির পথে আসতে হবে।
তিনি বলেন, বিশ্বজুড়ে এখন হিংসার রাজনীতি চলছে। এতে সামাজিক ও রাষ্ট্রীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে। হিংসা ভুলে ঐক্যের মাধ্যমে সমাজ গড়তে হবে। জ্ঞান এবং বুদ্ধির চর্চা করতে হবে।
মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সুজন এ মানববন্ধনের আয়োজন করে।
বদিউল আলম মজুমদার বলেন, জঙ্গিবাদ একটি রোগ। যা ভাইরাসের মতো ছড়ায়। তাই এটিকে গোড়া থেকে নির্মূল করতে হবে। প্রথমে এর কারণ খুঁজে বের করতে হবে। তাহলে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি বলেন, আমাদের সহিংস না হয়ে মহাত্ম গান্ধীর নীতি অবলম্বন করতে হবে। তার নীতি অনুযায়ী শান্তির পথ খুঁজতে হবে। তাহলেই সব অন্ধকার দূর হবে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সম্পাদক মিহির বিশ্বাস বলেন, সহিংসতা বা যুদ্ধ কোনো সমাধান নয়। অতীতের ইতিহাস তাই বলে। একটি যুদ্ধ মানে ভবিষ্যতে আরো একটি যুদ্ধের সূচনা। তাই আমাদের যুদ্ধ পরিহার করে শান্তির পথে আসতে হবে।
তিনি বলেন, বিশ্বজুড়ে এখন হিংসার রাজনীতি চলছে। এতে সামাজিক ও রাষ্ট্রীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে। হিংসা ভুলে ঐক্যের মাধ্যমে সমাজ গড়তে হবে। জ্ঞান এবং বুদ্ধির চর্চা করতে হবে।
মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি