ভারত আক্রান্ত হলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মঙ্গলবার এ কথা জানান মন্ত্রী। ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করেছে।
ভারত ও পাকিস্তানের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতির বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে পাকিস্তানের কোনো বর্ডারও নেই। তাদের অবস্থান বারো শ’ মাইল দূরে। তাদের (পাকিস্তান) হুঙ্কার, তাদের হাঁকডাকে আমাদের কিছু আসে-যায় না। আমরা তাদের ১৯৭১ সালে পরাস্ত করে বিদায় করে দিয়েছি। তাদের কথা চিন্তাও করতে চাই না। তাদের কথা স্মরণও করতে চাই না।’
আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশ পাকিস্তানে সার্ক সম্মেলনে যায়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটাও আপনারা দেখেছেন। কাজেই হাঁকডাক যেখানে আছে সেখান থেকেই করবে, তাতে আমাদের কিছু আসে-যায় না।’
পাক-ভারত যুদ্ধ বাঁধলে বাংলাদেশ কার পাশে থাকবে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘ভারতের সাংবাদিক সাহেবরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভারত যদি কোনো অবস্থায় পড়ে বাংলাদেশের অবস্থান কী হবে? আমি তাদেরকে বলেছি, বাংলাদেশ ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সবখানেই ভারত আমাদেরকে সহযোগিতা করছে। ভারত যখন আক্রান্ত হবে তখন নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব। এটাতো স্বাভাবিক।’
বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মঙ্গলবার এ কথা জানান মন্ত্রী। ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করেছে।
ভারত ও পাকিস্তানের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতির বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে পাকিস্তানের কোনো বর্ডারও নেই। তাদের অবস্থান বারো শ’ মাইল দূরে। তাদের (পাকিস্তান) হুঙ্কার, তাদের হাঁকডাকে আমাদের কিছু আসে-যায় না। আমরা তাদের ১৯৭১ সালে পরাস্ত করে বিদায় করে দিয়েছি। তাদের কথা চিন্তাও করতে চাই না। তাদের কথা স্মরণও করতে চাই না।’
আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশ পাকিস্তানে সার্ক সম্মেলনে যায়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটাও আপনারা দেখেছেন। কাজেই হাঁকডাক যেখানে আছে সেখান থেকেই করবে, তাতে আমাদের কিছু আসে-যায় না।’
পাক-ভারত যুদ্ধ বাঁধলে বাংলাদেশ কার পাশে থাকবে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘ভারতের সাংবাদিক সাহেবরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভারত যদি কোনো অবস্থায় পড়ে বাংলাদেশের অবস্থান কী হবে? আমি তাদেরকে বলেছি, বাংলাদেশ ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সবখানেই ভারত আমাদেরকে সহযোগিতা করছে। ভারত যখন আক্রান্ত হবে তখন নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব। এটাতো স্বাভাবিক।’
বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি