বাংলাদেশ

ঢাবির গ ইউনিটে পাসের হার ৫.৫২ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৫.৫২ শতাংশ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এ সময় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও গ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।
 
পরীক্ষায় ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে পাস করেছে ২ হাজার ২২১ জন। পরীক্ষায় অংশ নেয় ৪০ হাজার ২৪৩ জন। ফেল করে ৩৮ হাজার ১০ জন। মোট পাসের হার ৫ দশমিক ৫২ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।