বাংলাদেশ

বোমা বিষ্ফোরণে পুলিশ কর্মকর্তা ছাত্রলীগ কর্মীসহ নিহত ৫, আহত ৪৫

সিলেটের দক্ষিণ সুরমার শিবাবাড়ীর অদূরে শনিবার সন্ধ্যায় এক বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। আহতদের মধ্যে পুলিশ ও র‍্যাব সদস্য রয়েছেন।

নিহতেরা হলেন, সিলেট মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) পরিদর্শক আবু কয়ছর ও অপু নামে এক ছাত্রলীগ কর্মী এবং শহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী। অপুর বাড়ি দক্ষিণ সুরমার ঝালোপাড়া চাদনীঘাট এলাকায়। তার বাবার নাম আওলাদ হোসেন। অপু সিলেট মদনমোহন কলেজে ছাত্র। আরেকজনের নগরীর ২নং ওয়ার্ড দাড়িয়াপাড়ার প্রাইম ডেকোরেটার্সের মালিক শহিদুল ইসলাম। অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এরপর রাত দুইটার দিকে আহত আরেক ছাত্রলীগ কর্মীর হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নিহত অপুর বন্ধু সোহাগ জানান, ‘সকালে অভিযান দেখতে বাসা থেকে বের হন। পরিবার তখন তাঁকে বাধা দেয়। কিন্তু পরিবারের কথা না শুনে তিনি শিববাড়ি এলাকায় আসেন। সন্ধ্যায় তাঁর আহত হওয়ার খবর পেয়ে আমি হাসপাতালে এসে লাশ পাই।’ শহিদুলের স্বজনরা জানিয়েছেন তিনি নর্থইস্ট মেডিকেলের পাশে তার ডেকোরেটার্সের সাইডের কাজ দেখবালের জন্য গিয়েছিলেন। সেখান থেকে ফিরবার পথে তিনি শিববাড়ীর দিকে যান জঙ্গি উদ্ধার তৎপড়তা দেখতে। সেখানে তিনি বোমার আঘাতে আহত হন। সেখান থেকে তাকে ওসমানী হাসপাতলে নিয়ে যাওয়া হয়। পরে ওসমানীতে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে দক্ষিণ সুরমা থানার অসি হারুনুর রশিদও রয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ‘আতিয়া মহল’ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মূল সড়কের কাছের একটি জায়গায় প্রথম বোমার বিস্ফোরণটি ঘটে। এ সময় বেশ কয়েকজনকে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে আসেন।

এরপর রাত পৌনে ৮টার দিকে কাছাকাছি স্থান চেকপোস্টে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুইটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। ৩০/৩৫ জন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের দুইজন ঘটনাস্থলে, একজনকে হাসপাতালে নেয়ার পথে  মারা যায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. জেদান আল মূসা জানান, এক ঘণ্টার ব্যবধানে দুই জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ইন্সপেক্টর আবু কয়ছরসহ চারজন নিহত হয়েছেন।তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, বোমা বিস্ফোরণে দক্ষিণ সুরমা থানার ওসি হারুনর রশীদসহ ৪৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি