লস এঞ্জেলেস

LAX-এর টার্মিনাল ৫-এ পরিবর্তন, ২০২৮ অলিম্পিকের জন্য সংস্কার শুরু

L.A.-এর LAX বিমানবন্দরে টার্মিনাল ৫-এ বড় পরিবর্তন আসছে, যা ২০২৮ সালের অলিম্পিকের আগে সংস্কারের জন্য করা হচ্ছে। মঙ্গলবার থেকে টার্মিনাল ৫-এর বিভিন্ন এয়ারলাইন্স অস্থায়ীভাবে অন্য টার্মিনালে স্থানান্তরিত হচ্ছে। JetBlue এখন থেকে টার্মিনাল ১ থেকে কাজ করবে। Spirit Airlines বুধবার থেকে টার্মিনাল ২-এ এবং American Airlines ২৮ অক্টোবর থেকে টার্মিনাল ৪-এ পরিচালিত হবে। বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কারের মূল লক্ষ্য যাত্রীদের জন্য আরামদায়ক এবং আধুনিক যাত্রা অভিজ্ঞতা নিশ্চিত করা। সংস্কারকাজের মধ্যে টার্মিনাল ৫-এ দুটি নতুন গেট যোগ করা এবং টার্মিনাল ৪ ও ৫-এর মধ্যে নতুন পোস্ট-সিকিউরিটি সংযোগ তৈরি করা অন্তর্ভুক্ত, যাতে যাত্রীরা সহজেই দুটি টার্মিনালের মধ্যে সংযোগ করতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ আরও বলেন, Midfield Satellite Concourse South ব্যবহার করলে নির্মাণকাজ চলাকালীনও ট্রাফিক ও যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন। উল্লেখ্য, এই কাজ ২০২৮ সালের অলিম্পিক শুরু হওয়ার আগে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম