রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় প্রান্তে মোটর সাইকেল থামিয়ে সেলফি তুলতে গিয়ে অপর একটি মোটর সাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (২২) নামে এক তরুণ নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর দক্ষিণ খান থেকে দুই বন্ধুর সঙ্গে মোটর সাইকেল নিয়ে ঘুরতে এসে ফ্লাইওভারের প্রান্তে অপর মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা রাত ৯টা ১০ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করেন।
আনোয়ারের বন্ধু মেহেদী সাংবাদিকদের জানান, আমরা তিনজনই দক্ষিণ খানের ফায়দাবাদের ২৫৪ নং বাড়িতে থাকি। সন্ধ্যায় মোটর সাইকেলযোগে তিন বন্ধু ঘুরতে এসে ফ্লাইওভারের ধোলাইপাড় প্রান্তে ক্যামেরায় সেলফি তুলতে গেলে অপর একটি মোটরসাইকেল এসে আনোয়ারকে ধাক্কা দেয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শুক্রবার সন্ধ্যার পর দক্ষিণ খান থেকে দুই বন্ধুর সঙ্গে মোটর সাইকেল নিয়ে ঘুরতে এসে ফ্লাইওভারের প্রান্তে অপর মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা রাত ৯টা ১০ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করেন।
আনোয়ারের বন্ধু মেহেদী সাংবাদিকদের জানান, আমরা তিনজনই দক্ষিণ খানের ফায়দাবাদের ২৫৪ নং বাড়িতে থাকি। সন্ধ্যায় মোটর সাইকেলযোগে তিন বন্ধু ঘুরতে এসে ফ্লাইওভারের ধোলাইপাড় প্রান্তে ক্যামেরায় সেলফি তুলতে গেলে অপর একটি মোটরসাইকেল এসে আনোয়ারকে ধাক্কা দেয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।