রাজধানীর লালবাগে একটি বাসায় বিস্ফোরণে ২ শিশুসহ ৩ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে একজনের হাত উড়ে গেছে। তাদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার দুপুর ৩টার দিকে লালবাগের ৩১ নম্বর সড়কের দোতলা একটি বাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বাপ্পী (২৫), হ্যাপি (১২) ও রিপন (৬)। তাদের মধ্যে বাপ্পীর ডান হাত উড়ে গেছে।ওই গৃহকর্তী ঝুমুর জানান, বিস্ফোরণের সময় তিনি রান্না ঘরে ছিলেন। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘর কেঁপে ওঠে।এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দীন আহমদ জানান, ওই বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন আহত হন।
ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দীন আহমদ জানান, ওই বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন আহত হন।