বাংলাদেশ

ককটেল ছুড়তে গিয়ে শিবিরকর্মী আহত

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল সমর্থনে চট্টগ্রামে ককটেল ছুড়তে গিয়ে এক শিবিরকর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, আহত শিবিরকর্মীর নাম সাকিবুল ইসলাম। তিনি বাইতুশ শরফ মাদ্রাসার ছাত্র এবং শিবিরের সাথী পর্যায়ের কর্মী।মঙ্গলবার মধ্যরাতে নগরীর কদমতলী এলাকায় ককটেল ছোড়ার সময় তিনি আহত হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, 'হরতাল সমর্থনে মঙ্গলবার রাতে কদমতলী এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় সাকিবুল ও আর এক যুবক। এ সময় একটি ককটেল ছুড়ে মারা সময় সাকিবুলের নিজেই শরীরেই সেটি বিস্ফোরিত হয়। তখন সাকিবুলকে ফেলে পালিয়ে যায় তার সঙ্গী। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে চমেকের বার্ন ইউনিটে পাঠায়।'