কলাম

শুধুই ভালবেসে (কবিতা)

শুধুই ভালবেসে
কবিঃ আরিফুল ইসলাম জয়

ভাসা ভাসা মেঘের ভেলায় এসো তুমি পাশে,
মনের ঘরে নিব তোমায় শুধুই ভালবেসে।

হয়নি বলা  মনের কথা কাছে ডেকে তোমায়,
বলব কথা, যত্ন করে রেখেছি তোমায়।

তুমি আমার স্বপ্নে দেখা প্রভাত বেলা গান,
বৃষ্টির মনে যেমন থাকে মেঘের প্রতি টান।

প্রজাপতির ডানায় তুমি হরেক রকম খেলা,
বৈশাখের দিনে যেমন লাগে মনে মেলা।

তুমি শিশির পাতার ঠোগায় উপচে পরা ভীড়,
বাবুই যেমন বানায় বাসা তাদের সুখের নীড়।

তুমি ফুল পাপড়িতে ভরা বসন্তের সং,
মনের মাঝে যেমন লাগে হলি খেলার রং।

তুমি পাখি মধ্য দুপুরে শালিকের স্নান,
সাদা মনে বেলি, যেমন দেয় শুভাসিত ঘ্রান।
তুমি মনের রঙিন স্বপ্ন গোধুলির ঐ শেষে,
বুকের মাঝে নিব তোমায় শুধুই ভালবেসে।

.............................................................
পাঠকের কলামে লেখাটি পাঠিয়েছেনঃ
আরিফুল ইসলাম জয়
ছদ্ম নামঃ মনের কথা
শিক্ষাগত যোগ্যতাঃ সম্মান প্রথম বর্ষ, ইংরেজি সাহিত্য।
সরকারী আকবর আলী কলেজ, উল্লাপাড়া।
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ ।
ঠিকানাঃ ইসলামপুর, বড়হর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।