করোনা কর্ণার

করোনাভাইরাস: ৭ মাসের বেতন দিলেন তুরস্কের প্রেসিডেন্ট


করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সোমবার করোনা রোধ কর্মসূচি উদ্বোধন করেছেন রিসেপ তায়িপ এরদোগান। তারই অংশ হিসেবে ৭ মাসের বেতন দিয়ে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ খবর নিশ্চিত করেছে। করোনার লড়াইয়ে অংশীদার হয়ে এরদোগান বলেছেন, ‘ব্যক্তিগতভাবে ৭ মাসের বেতন দান করে আমি কর্মসূচির উদ্বোধন করলাম।’

আনাদোলু তাদের প্রতিবেদনে আরও জানায়, এই কর্মসূচিতে মন্ত্রীপরিষদের সদস্য ও আইনপ্রণেতারা ৫২ লাখ তুর্কি লিরা দান করেছেন।

এরদোগান বলেছেন, মহামারির কারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় নিম্ন আয়ের মানুষদের আর্থিকভাবে সহায়তা করাই এই ক্যাম্পেইনের লক্ষ্য।

করোনার সংক্রমণ রুখতে শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট কয়েকটি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। আন্তঃশহর ভ্রমণ সীমিতকরণ, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট এবং বিভিন্ন শপিং মল বন্ধ করা হয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তুরস্কে এখন পর্যন্ত ১০,৮৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/সি