করোনা কর্ণার

কভিড-১৯; ক্যালিফোর্নিয়াতে মারা গেল এক গোয়েন্দা পুলিশ


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) সংক্রমিত হয়ে ক্যালিফোর্নিয়া স্টেটে এই প্রথম কোন পুলিশ অফিসার মারা যায়। গতকাল এমন তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ। মৃত্যুর আগ পর্যন্ত ঐ অফিসার স্টেটের সোনোমা কাউন্টির সান্টা রোজা পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। 


সান্টা রোজা পুলিশ বিভাগের ঐ নারী গোয়েন্দা পুলিশ অফিসারের নাম মেরিলু আর্মার। 

সান্টা রোজা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের সান্টা রোজা পুলিশ পরিবার একজন দক্ষ গোয়েন্দা সদস্য হারিয়েছি। যিনি সুনিপুনভাবে আমাদের পুলিশ বিভাগকে ২০ বৎসর ধরে সেবা দিয়ে আসছিল। অত্যন্ত বিশ্বাসযোগ্যতার সাথে কাজ করার জন্য কমিউনিটিতে তার ব্যাপক সুনাম ছিল। 

তাছাড়া, পুলিশ বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটেও উল্লেখ করা হয় এই পুলিশ সদস্যের মৃত্যু বিষয়ে। সেখানে বলা হয়, মেরিলু আর্মার পুলিশ বিভাগে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত প্রথম সদস্য। সেইসাথে সেখানে আর্মারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

উল্লেখ্য, এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল লস এঞ্জেলেস পুলিশ বিভাগ। ঐ সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো তাদের ২৬ জন সদস্য প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর জানায়। আর এই কারণে, কাউন্টির পুলিশ কর্মকর্তারা তাদের শিফট বা ডিউটি শুরুর আগে বাধ্যতামূলকভাবে শরীরের তাপমাত্রা পরীক্ষা চালু করে।

/এলএ বাংলা টাইমস/