করোনা কর্ণার

কভিড-১৯; বাংলাদেশি অধ্যুষিত অরেঞ্জ কাউন্টিতে আক্রান্ত ৬০৬ জন, মৃত ১০


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) বাংলাদেশি অধ্যুষিত অরেঞ্জ কাউন্টিতে এখনো পর্যন্ত আক্রান্ত হন মোট ৬০৬ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখনো পর্যন্ত মারা যায় সর্বমোট ১০ জন। কাউন্টির পাবলিক হেলথ বিভাগের ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করা হয়। 


আক্রান্ত এই সংখ্যার মধ্যে শুধু আজকে আক্রান্ত হয় সবমিলিয়ে ১০৭ জন। আর আজকে মারা যায় ৩ জন। আক্রান্তদের মধ্যে এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আছেন ৬৭ জন। এর মধ্যে শুধু ইনসেন্টিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন ৩১ জন।  

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি বেসরকারি মিলিয়ে এখনো পর্যন্ত সেখানে ৭ হাজার ২৭১ জনকে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত সন্দেহে পরীক্ষা করা হয়। 

নিচে অরেঞ্জ কাউন্টির বিভিন্ন কমিউনিটিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা তুলে ধরা হলঃ     

অ্যালিসো ভিজো ৩ জন

আনাহেইম ৪১

ব্রে ৩

বুয়েনা পার্ক ১৪

কোস্টা মেসা ১১

সাইপ্রেস ৯

ডানা পয়েন্ট ৬

ফাউন্টেইন ভ্যালি ৭

ফুলারটন ৯

গার্ডেন গ্রোভ ৮

হান্টিংটন বিচ ৩৩

ইরভাইন ৩৮

লা হাবরা ২

লেগুনা হিল ০

লাগুনা নিগুয়েল ১৩

লেইক ফরেস্ট ৭

মিশন ভিজো ৭

নিউপোর্ট বিচ ৩৭

অরেঞ্জ ১৩

প্লেনসিটিয়া ৬

রাঁচো সান্তা মার্গারিটা ৮

সান ক্লিমেন্ট ১২

সান জুয়ান ক্যাপিস্ট্রানো ৯

সান্তা আনা ২২

টাস্টিন ৭

ওয়েস্টমিনস্টার ৬

ইওরবা লিন্ডা ১২

অন্যান্য ৪০

অজানা ৫০

অরেঞ্জ কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে ভাই বোনেরা প্রাণঘাতী করোনাভাইরাসটি থেকে নিরাপদ ও সচেতন থাকুন। সেইসাথে  নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকুন। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। সেইসাথে লস এঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে চোখ রাখুন লস এঞ্জেলেসের বাংলা মুখপত্র এলএ বাংলা টাইমসে। অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।