করোনা কর্ণার

ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত, প্রধানমন্ত্রী আইসোলেশনে

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি থাবায় কাঁপছে বিশ্ব। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা । এর মধ্যে এবার করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী। ওই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ভাবে সংযুক্ত থাকায় আইসোলেশনে গেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকুব লিজম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

খবরে বলা হয়, ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তিনি জানিয়েছেন তিনি ভালো আছেন। এসময় তিনি আরো বলেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তার স্ত্রীও আইসোলেশনে থাকলেও, তিনিও সুস্থ রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে খবরে বলা হয়, দেশটির পিএম কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সংযুক্ত থাকায় ফের নিজেই আইসোলেশন নিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।


এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি