করোনা কর্ণার

কভিড-১৯; মারা গেলেন রিভারসাইড কাউন্টির শেরিফের এক ডেপুটি


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) আক্রান্ত হয়ে মারা গেলেন রিভারসাইড কাউন্টি শেরিফ বিভাগের এক ডেপুটি। 

কাউন্টির শেরিফ বিভাগের মতে, ৫৪ বৎসর বয়সী টেরেল ইয়াং পুলিশ বিভাগের ১৫ বৎসর যাবৎ কাজ করছে। প্রাণঘাতী করনাভাইরে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় মারা যান এই পুলিশ কর্মকর্তা। তাছাড়া, মরণব্যাধী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এটাই রিভারসাইড কাউন্টির শেরিফে প্রথম মৃত্যু বলে উল্লেখ করেন। 

তাছাড়া, রিভারসাইড কাউন্টি বিভাগের ২৫ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত বলে জানানো আজ বৃহস্পতিবার। কাউন্টি শেরিফ কর্মকর্তা শাদ বিয়ানকো এমন তথ্য নিশ্চিত করে। সেইসাথে আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা অনেক গুরুতর বলে জানানো হয়। আর তাই খুব দ্রুত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বিয়ানকো জানান, ভাইরাসটিতে সংক্রামিত বাইশ জন অফিসার কাজ করতেন কইস বাইার্ড ডিটেনশন সেন্টারে। সেখানে অনেক তরুণ কাজ করেছিলেন। আর তাদের মধ্যে দুজন কাজ করতেন রবারি প্রেসলি ডিটেনশন সেন্টারে। আর একজনকে রিভারসাইড বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছিল। 

সেইসাথে কাউন্টির জেল সিস্টেমে এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয় ১১ জন কারাবন্দী। ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় এখনো পর্যন্ত ১০৪ জন জেলবন্দীকে রাখা হয়ে কোয়ারেন্টিতে। টেস্টে ৪২ জন কারাবন্দীর ফলাফল আসে নেগেটিভ। আর ৫১ জনের ফলাফলের জন্যে এখনো অপেক্ষা করা হচ্ছে। এমন তথ্য নিশ্চিত করে রিভারসাইড কাউন্টি শেরিফ। 

/এলএ বাংলা টাইমস/