করোনা কর্ণার

কভিড-১৯; কারাবন্দীদের মুক্তি আটকে দিল ফেডারেল জাজ প্যানেল


গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া কারা কর্তৃপক্ষ জেলে থাকা বন্দীদের জন্য সামাজিক দূরত্ব তৈরি করতে লঘু অপরাধ করেছে এমন ৩ হাজারের বেশি বন্দীকে সাময়িক মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দেয়। 


কিন্তু একটি ফেডারেল জাজ প্যানেল প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষ বিবেচনার এই সাময়িক মুক্তিকে আটকিয়ে দেন। তারা এটাকে বিচারবিভাগের সিদ্ধান্ত বহির্ভূত বলে জানান।    

১৩ পৃষ্ঠার এই রায়ের শুরুতে বলা হয়, আমরা এক অনিশ্চিত সময়ে বাস করছি। কোভিড-১৯ এর বিস্তার একটি বৈশ্বিক সঙ্কট, আমাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ও নানাবিধ শারীরিক জটিলটা সম্পন্ন মানুষের মধ্যে এই সংকট আরও শক্তিশালী হয়েছে। 

তাছাড়া, বন্দীদের জন্য তাদের আইনজীবীদের করা অনুরোধ ‘বিবেচনাযোগ্য’ এবং বন্দীদের রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অষ্টম সংশোধনীর অধিকারও রয়েছে। এমনটা বলেন তিন সদস্যের এই ফেডারেল জাজ। 

তবে বিশেষ প্যানেলে তিন বিচারপতি রায় দেন যে, প্রাণঘাতী এই ভাইরাসের জন্য বন্দীদের মুক্তি দেওয়া তাঁদের কর্তৃত্বের বাইরে।


এলএ বাংলা/এমবি