করোনা কর্ণার

করোনা ঠেকাতে বাধ্যতামূলক মাস্ক পড়ার নিয়ম করল সান বার্নার্ডিনো কাউন্টি


এবার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাধ্যতামূলক মাস্ক পড়ার নিয়ম চালু করল সান বার্নার্ডিনো কাউন্টি। আজ মঙ্গলবার এমন নিয়ম চালু করে কাউন্টি কর্তৃপক্ষ। 


কাউন্টি কর্তৃপক্ষ জানায়, এখন থেকে কাউন্টির যে সকল বাসিন্দা বাইরে বের হবে তাকে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে। এমনকি যারা অনলাইনে বিভিন্ন পণ্য বা সেবা ডেলিভারি করে থাকে তাদের ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে।  

কাউন্টির প্রকাশিত এক নিউজ রিলিজ অনুসারে, বাসিন্দারা যখনই বাড়ি থেকে বাইরে বের হবেন তখন তাদের মুখ ও নাক অবশ্যই কোন কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। যা তার কান ও মাথার পিছনের অংশ সুরক্ষিত রাখে। 

তাছাড়া, কভারসহ কানের লুপ, বান্দনাস, রুমাল, ঘাড় গেইটার ও ঘরের তৈরি যে কোন কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা যাবে। কারণ এগুলো গ্রহণযোগ্য হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

তবে কোন বাসিন্দা এন৯৫ মাস্ক বা রেস্পিরেটর পড়ে বাইরে বের হতে পারবে না। বা এই জিনিসগুলো নিরাপত্তার অজুহাত হিসেবে ব্যবহার করতেও পারবে না। 

কারণ এন৯৫ মাস্ক বা রেস্পিরেটরের এখন প্রচুর সংকট বলে জানায় কাউন্টি কর্তৃপক্ষ। তারা জানায়, কেবল চিকিৎসক বা চিকিৎসা কাজে নিয়োজিত কর্মীরা এ সমস্ত জিনিস ব্যবহার করতে পারবে। 

এই নিয়ম ভঙ্গকারীদের জন্যও ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। রাখা হয়েছে ১ হাজার ডলার জরিমানার সাথে ৩ মাস কারাদণ্ডের বিধান। সেইসাথে আদালত চাইলে কাউকে উভয় দণ্ডেও দণ্ডিত করতে পারবে। 

/এলএ বাংলা টাইমস/