করোনা কর্ণার

ক্যালিফোর্নিয়া জুড়ে বেড়েছে ডিমের দাম


প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সবাই অল্প বিস্তর একটু বেশি করে প্রয়োজনীয় কেনাকাটা করে রাখছে। আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ডিমের উপর। পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে বৃদ্ধি পেয়েছে ডিমের মূল্য। 


মার্চ মাসের শুরুতে এক ডজন প্রচলিত ক্যালিফোর্নিয়া শেল ডিমের জন্য আরনার ব্যারির পাইকারি সর্বোচ্চ দাম ছিল ১.৫৫ ডলার। কিন্তু মার্চের শেষের দিকে পাইকারি এই সর্বোচ্চ দাম বেড়ে দাঁড়িয়েছে ৩.৬৬ ডলারে। শুক্রবার পর্যন্ত এই মূল্য সামান্য কিছু কমে যাওয়া দাঁড়ায় ৩.১৭ ডলারে। 

এর অর্থ খুচরা বিক্রেতা ও ক্রেতাদের জন্য বেশি দাম আরও বেড়ে গেছে। গত তিন সপ্তাহের মধ্যে, গ্রোসারি শপে ডিমের দাম ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ক্যালিফোর্নিয়া গ্রোসার্স এ্যাসোসিয়েশনের মুখপাত্র ডেভ হেলেন বলেন, স্টেটের খুচরা দোকানে ৮০ শতাংশের বেশি হারে বেড়েছে। অবশ্য গত সপ্তাহে ৪ শতাংশ মূল্য কমার কারণে কিছুটা স্বস্তি ছিল।

নর্থগেট গনজালেজ মার্কেট ডিম পেতে আরও বেশি অর্থ প্রদান করছে। কোন কোন ক্ষেত্রে মূল্য ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেশি দিয়ে আনতে হচ্ছে। মার্কেটিং ও মার্চেন্ডাইজিংয়ের নির্বাহী সহ-সভাপতি মাইক হেন্ড্রি এমন তথ্য জানান।

/এলএ বাংলা টাইমস/