করোনা কর্ণার

যুক্তরাষ্ট্রের কারাগারে করোনা আক্রান্ত ৪৫০

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি কারাগারে ৪৫০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ওই রোগীদের শনাক্ত করা হয়। আক্রান্ত সবাই ওই কারাগারের কয়েদি এবং কর্মকর্তা-কর্মচারী বলে সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

শিকাগোর কুক কান্ট্রি জেলের এই ঘটনা পুরো যুক্তরাষ্ট্রের কারাবন্দিদের জন্য শঙ্কার বিষয় কারণ কারাগারগুলোতে কাছাকাছি থাকায় কয়েদিদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ সহজেই হতে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। করোনা প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য গত সপ্তাহে কুক কান্ট্রির জেলের কারাবন্দিরা একটি হাতে লেখা চিঠি কারা প্রশাসনকে দেয়। এরপরই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এ বিষয়ে কুক কান্ট্রির পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য কর্মীরা জোরালোভাবে করোনা ঠেকাতে কাজ করে যাচ্ছে। এছাড়া কয়েদিদের সুরক্ষায় বিভিন্ন ব্যবস্থা নেয়া হচ্ছে। চীনে উৎপত্তি হলেও করোনা ভাইরাসে সবচেয়ে আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১৬ হাজার ৬শ জন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৩ হাজার মানুষ।