করোনা কর্ণার

ভারতে ৬৯ % করোনা রোগীরই আক্রান্তের লক্ষণ ছিল না

ভারতে করোনা রোগীদের ৬৯ শতাংশের মধ্যেই আক্রান্তের কোনো পূর্বলক্ষণ দেখা যায়নি। এর মানে হচ্ছে ভাইরাসে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে সাত জন নীরব সংক্রামক হিসেবে কাজ করছেন। এদেরকে কোয়ারেন্টাইনে রাখা না গেলে ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে। মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এ তথ্য জানিয়েছে।

সরকারি হিসেবে ভারতে প্রায় ১৯ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই হিসেবে এদের মধ্যে ১৩ হাজারেরই করোনায় আক্রান্তের পূর্বলক্ষণ দেখা যায়নি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের প্রধান ডা. আরআর গঙ্গাখেদকার বলেন, যাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যায়নি তাদের অধিকাংশকেই করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

করোনায় বিপুল সংখ্যক লোকের এই লক্ষণবিহীন আক্রান্তের মানে হচ্ছে, তারা অসাবধানতাবসত অন্যকে করোনায় সংক্রমিত করছেন। নতুন আক্রান্তদের অনেকেই হয়তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তে পারেন, যাদেরকে আইসিইউতে পর্যন্ত রাখার প্রয়োজন হতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, জ্বর, শুকনা কাশি ও শ্বাসকষ্টের  মতো পরিচিত সমস্যাগুলো ছাড়াও করোনার আরও বহু লক্ষণ রয়েছে। রোগীদের এ বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন না করায় অনেকে হয়তো বাদ পড়ে গিয়েছেন করোনা আক্রান্তের তালিকা থেকে।

জনস্বাস্থ্য গবেষক ডা. উম্মেন জন বলেন, ‘র‌্যাপিড টেস্ট প্রক্রিয়ায় বমি বমি ভাব, ঘ্রাণক্ষমতা হ্রাস ও মাথাব্যথার মতো কিছু স্বল্প পরিচিত লক্ষণ বাদ গেছে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/সিসি