করোনা কর্ণার

৪৩ দিনের মাথায় ইতালিতে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

মহামারি করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে রোববার পর্যন্ত প্রায় ২৭ হাজার প্রাণহানি ঘটেছে। তবে আস্তে আস্তে কমে আসছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই যেমন রোববার সেখানে সর্বনিম্ন ২৬০ জনের মৃত্যু হয়েছে। যা গেল ১৪ মার্চের পর সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড।

এমনটাই জানিয়েছে দেশটির জননিরাপত্তা সংস্থা (সিপিএ)। শনিবার ইতালিতে ২ হাজার ৩২৪ জন আক্রান্ত হয়েছিল। যা ২০ এপ্রিলের পর সর্বনিম্ন ছিল। আর মৃত্যু হয়েছিল ৪১৫ জনের।

২১ ফেব্রুয়ারি দেশটিতে করোনাভাইরাসে প্রথম প্রাণহানি ঘটে। ২৬ এপ্রিল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৬৪৪। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬৭৫। যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ।

শনিবার পর্যন্ত ইতালিতে চিকিৎসাধীন রয়েছেন ১ লাখ ৬ হাজার ১০৩ জন। তার মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ২ হাজার ৯ জন। শনিবার এই সংখাটি ছিল ২ হাজার ১০২ জন। এ পর্যন্ত ৬৪ হাজার ৯২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

৬ কোটি জনসংখ্যার দেশ ইতালির ১ লাখ ১৮ হাজার ৭০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই